ঢাকাবুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের ২ নেতাকে গ্রেফতার ইস্যুতে জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ সভায় স্বৈরাচারী সরকারের ইশারায় বিনা উস্কানিতে হামলা চালায় মধ্যরাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া সরকারের আজ্ঞাবহ প্রশাসন। হামলায় অসংখ্য নেতাকর্মীকে পিটিয়ে আহত করে এবং নির্বিচারে গ্রেফতার করে। বিএনপির কেন্দ্রীয় অফিসে হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখার মাধ্যমে আতংক তৈরি করে। পরবর্তীতে প্রায় মধ্যরাতে নেতাকর্মীরা নিরুপায় হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য বের হয়ে আসলে বিএনপির মহানগর দক্ষিনের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ আরো অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়।’

নেতারা বলেন, ‘পুলিশ প্রশাসনের এমন ফ্যাসিস্ট আচরণে দেশবাসী হতবাক হয়ে যায়। শুধুমাত্র একটি বিতর্কিত দলের আজ্ঞা পালন করতে গিয়ে জনগণের বন্ধু ও সেবক পুলিশ প্রশাসন আজ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রশাসন পরিণত হয়েছে ভিন্নমতের রাজনীতিবিদদেরকে দমন নিপিড়নের হাতিয়ার হিসেবে। আমরা মনিরুল ইসলাম সজল ও সাদেকুর রহমান সাদেককে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিশর্ত মুক্তি চাই।’

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।