ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

আবু বকর সিদ্দিক
এপ্রিল ২৮, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।র‌্যালিটি জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালতের সামনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিবসের সূচনা করা হয়। র‌্যালি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুক্তা মন্ডল, জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম ও জেল সুপার মো. মাহবুবুল আলম।এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপত অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনিসহ বিভিন্ন পর্যায়ের বিচারক ও আইনজীবীরা।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।